Friday, October 7, 2016

Basic illustrator part 4


বেসিক ইলাস্ট্রেটর পার্ট-৪

বেসিক ইলাস্ট্রেটর পার্ট-৪ এ স্বাগতম। আজকে আমি আলোচনা করব পেন টুল ও টাইপ টুলের ব্যবহার নিয়ে। এখানে চিত্রসহ আলোচনা করলাম। এরপরও কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানান। পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন।এই পোস্টটির ভিডিও দেখুর এই লিংকে। আরও নতুন পোস্ট পেতে সাবস্ক্রাইব করুন।

পেন টুল

পেন টুল ইলাস্ট্রেটরের সবচেয়ে শক্তিশালী টুল। একে বেজিয়ার টুলও বলা হয়। ভেক্টর লাইন সেগমেন্ট ও এডিট করতে এই টুল ব্যবহৃত হয়। এটি ব্যবহার করে লাইন, কার্ভ, সেপ ইত্যাদি তৈরি করা হয়। এটি ইলাস্ট্রেটর এবং ডিজাইনের প্রধান নিয়ামক তথা বিল্ডিং ব্লক হয়ে কাজ করে। চার ধরনের টুল নিয়ে তৈরি পেন টুল। এটি একটি গ্রুপ টুল। এরা হল-
- পেন টুল
- এড এংকর পয়েন্ট টুল
- ডিলিট এংকর পয়েন্ট টুল
- কনভার্ট এংকর পয়েন্ট টুল


Use of pen tool

পেন টুলের ব্যবহার

সোজা বা বক্র লাইন বা দুয়ের সমন্নিত কোন লাইন ড্র করতে এই টুল ব্যবহৃত হয়। পেন টুল ব্যবহারের সময় ‘শো-গ্রিড’ এবং ‘ স্নেপ টু গ্রিড’ ব্যবহার করলে ভাল হয়।
শো-গ্রিড ;  মেনুবার থেকে (ভিউ > শো-গ্রিড) নির্বাচন করুন।
 স্নেপ টু গ্রিড;  মেনুবার থেকে (ভিউ>  স্নেপ টু গ্রিড) নির্বাচন করুন।
Use of ad anchor point tool

এড এংকর পয়েন্ট টুলের ব্যবহার

এই টুল ব্যবহার করে পাথে আরো এংকর পয়েন্ট টুল যুক্ত করা যায়। উদাহরণ স্বরূপ- পেনটুল সিলেক্ট করে আর্ট ওয়ার্কে একবার  ক্লিক করুন। দুই ইঞ্চি দুরে আরো একবার ক্লিক করুন। ফলে লাইন তৈরি হবে। স্ট্রোক পয়েন্ট ৪ নির্ধারন করলে এটি আরো মোটা হবে। এবার সিলেকশন টুল ব্যবহার করে পাথ টিকে লম্বা করে নিন। এবার এড এংকর পয়েন্ট টুল ব্যবহার করে লাইনটির মধ্যে একবার ক্লিক করুন। এবার ডাইরেক্ট সিলেকশন  টুল ব্যবহার করে মেেঝর পয়েন্ট টিকে টেনে উপরের দিকে নিয়ে যান।


ডিলেট এংকর পয়েন্ট টুলের ব্যবহার

এই টুল ব্যবহার করে পাথের এংকর পয়েন্ট ডিলেট করা যায়। আগের তৈরি এংকর পয়েন্টটিতে ডিলেট এংকর পয়েন্ট টুল সিলেক্ট করে ক্লিক করুন।


Use of convert anchor point tool

কনভার্ট এংকর পয়েন্ট টুলের ব্যবহার

এই টুল ব্যবহার করে কোন অবজেক্টের শার্প কর্ণারকে স্মুথ কর্ণারে পরিনত করা যায়। উদাহরণ স্বরূপ- একটি ত্রিভূজ একে তার একটি কোনাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করুন। এবার কনভার্ট এংকর পয়েন্ট টুল সিলেক্ট করে ওই কোনাটির এংকর পয়েন্টকে ডানে টেনে দেখুন। এবার এর হেন্ডেল গুলোকে ব্যবহার করে প্রয়োজন মতে সাজিয়ে নিন।




টাইপ টুল

টাইপ টুল ব্যবহার করা হয় লেখালেখির কাজ করার জন্য। এটি একটি গ্রুপ টুল। এর ভেতর রয়েছে ৬ ধরনের টুল।
- টাইপ টুল
- এরিয়া টাইপ টুল
- টাইপ অন এ পাথ টুল
- ভারটিকেল টাইপ টুল
- ভারটিকেল এরিয়া টাইপ টুল
- ভারটিকেল টাইপ অন এ পাথ টুল
Use of type tool

টাইপ টুলের ব্যবহার

টাইপ টুল সিলেক্ট করে যেখানে লিখতে চান সেই স্থানে ক্লিক করুন। এবার অপশন বারের ফিল কালার থেকে পছন্দ মত কালার সিলেক্ট করুন। ক্যারেক্টার অংশথেকে পছন্দ মত ফন্ট বাছাই করুন। প্যারাগ্রাফ থেকে ফন্ট সাইজ ও অন্যান্য সিলেক্ট করে লেখা শুরু করুন। লেখাকে মুভ বা বড় ছোট করতে সিলেকশন টুল ব্যবহার করুন।

Use of area typetool

এরিয়া টাইপ টুলের ব্যবহার

নির্দিষ্ট কোন এরিয়ার ভেতর লেখালেখি করার জন্য এই টুল ব্যবহার করুন। একটি শেপের ভেতর এই টুল সিলেক্ট করে লেখা শুরু করুন। জায়গার তুলনায় লেখা বেশি হয়ে গেলে শেপের নিচে লাল ছোট বক্স দেখা যাবে।

Use of type on a path tool

টাইপ অন এ পাথ টুলের ব্যবহার 

এই টুল ব্যবহার করে সেপের পাথের ওপর  লেখা টাইপ করা যায়। প্রথমে আপনাকে শেপ বা পাথ আঁকতে হবে। এটা আপনি পেন টুল বা পেন্সিল বা একটি শেপ এঁকে করতে পারেন। এবার এই টুলটি সিলেক্ট করে পাথের ওপর ক্লিক করুন এবং টাইপ করুন।
Use of vertical type tool


ভারটিকেল টাইপ টুলের ব্যবহার

এই টুল ব্যবহার করে আপনি লেখা ভারটিকেলি লিখতে পারবেন। প্রথমে টুলটি সিলেক্ট করুন এরপর আর্ট বোর্ডে লেখা শুরু করুন।
Use of vertical area type tool

ভারটিকেল এরিয়া টুলের ব্যবহার

এই টুল ব্যবহার করে আপনি কোন এরিয়া বা শেপের মধ্যে ভারটিকেলি লিখতে পারবেন।একটি শেপের ভেতর এই টুল সিলেক্ট করে লেখা শুরু করুন।জায়গার তুলনায় লেখা বেশি হয়ে গেলে শেপের নিচে লাল ছোট বক্স দেখা যাবে।
Use of vertical type on a path tool

ভারটিকেল টাইপ অন এ পাথ টুল

এই টুল ব্যবহার করে সেপের পাথের ওপর  লেখা ভারটিকেলি টাইপ করা যায়। প্রথমে আপনাকে শেপ বা পাথ আঁকতে হবে। এটা আপনি পেন টুল বা পেন্সিল বা একটি শেপ এঁকে করতে পারেন। এবার এই টুলটি সিলেক্ট করে পাথের ওপর ক্লিক করুন এবং টাইপ করুন।
ভিডিওতে আরো পরিস্কার ভাবে দেখে শেখার জন্য আমাদের ইউটিউব চ্যনেল দেখুন ও সাবসক্রাইব করুন।
বেসিক ইলাস্ট্রেটরের পরবর্তি ধাপ গুলো দেখার জন্য আমদের সাথেই থাকুন। ধন্যবাদ।





Friday, September 30, 2016

Basic illustrator part 3

Use of selection tool

বেসিক ইলাস্ট্রেটর পার্ট-৩

বেসিক ইলাস্ট্রেটর পার্ট-৩ এ স্বাগতম। আজকে আমি আলোচনা করব সিলেকশনের জন্য প্রয়োজনীয় টুলসের ব্যবহার। এখানে চিত্রসহ আলোচনা করলাম। এরপরও কোন প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানান। পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন।এই পোস্টটির ভিডিও দেখুন এই লিংকে। আরও পোস্ট পেতে সাবস্ক্রাইব করুন।

সিলেকশন

ইলাস্ট্রেটরে সিলেকশন তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।ডকুমেন্টে অবজেক্ট সিলেকশনের জন্য আমরা ৫ টি টুল ব্যবহার করতে পারি। এগুলো হল-
১। সিলেকশন টুল
২। ডাইরেক্ট সিলেকশন টুল
৩। গ্রুপ সিলেকশন টুল
৪। ম্যাজিক ওয়ান্ট টুল
৫। লেসো টুল


Selection tool

সিলেকশন টুলের ব্যবহার

* অবজেক্ট বা শেপকে সিলেক্ট করা যায়।
* গ্রুপ অবজেক্ট বা গ্রুপ শেপকে সিলেক্ট করা যায়।
* অবজেক্ট বা শেপকে সিলেক্ট করে মুভ, রিসাইজ (ছোট-বড়), ঘুরানো এবং মুছে(ডিলিট) দেয়া যায়। এজন্য অবজেক্ট সিলেক্ট করে বাউন্ডিং বক্সের হেন্ডেল সমুহ ব্যবহার করতে হয়।
Use of selection tool

Direct selection tool


ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহার 

* এই টুল দিয়ে শুধু আপনার ক্লিক করা অংশই সিলেক্টড হবে। এসময় বিভিন্ন এ্যাংকর পয়েন্ট দেখা যায়। এটি ব্যবহার করে অবজেক্টের শেপ পছন্দমত পূনর্গঠন করা যায়।
* অবজেক্টের পাথ সেগমেন্ট সিলেক্ট করা যায়।
Use of direct selection tool

Use of direct selection tool



Group selection tool

গ্রুপ সিলেকশন টুলের ব্যবহার

*এই টুল ব্যবহার করে কোন একটি অবজেক্টের আকৃতি পরিবর্তন করা যায়। আমার মতে এটি একটি অপ্রয়োজনীয় টুল। কারন ডাইরেক্ট সিলেক্শন টুল দিয়েও একই কাজ করা যায়।
Magic wand tool



ম্যাজিক ওয়ান্ট টুলের ব্যবহার

* একই রকম ফিল কালার, লাইন কালার, লাইন থিকনেস, অপাসিটি, ব্লেন্ডিং মুড বিশিষ্ট্য ডকুমেন্ট অথাৎ একই জাতিয় সকল ডকুমেন্ট একসাথে সিলেক্ট করতে এই টুল ব্যবহার করা হয়ে থাকে।

Use of  Magic wand tool


Lasso tool

লেসো টুলের ব্যবহার

* এটি ব্যবহার করে আপনি অনেকগুলো অবজেক্ট থেকে আপনার প্রয়োজনীয় অবজেক্টগুলো সহজেই বেছে নিতে পারবেন। এরপর সিলেক্টেড অংশকে কপি করে অন্য কোথাও সরিয়ে এডিট করতে পারবেন।
Use of Lasso tool

সিলেকশন সংরক্ষন করা

* সিলেকশন সংরক্ষণ করে রাখা জরুরি, বিশেষ করে যখন পূনরায় ব্যবহার করা হয়। তাই মেনুবার থেকে ‘সিলেক্ট’ বাটন ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে ‘সেভ সিলেকশন’ নির্বাচন করুন। এবার যে ডায়লগ বক্সটি আসবে তাতে সিলেকশনের নামকরন করুন ও ওকে চাপুন। সিলেকশনটি সেভ হয়ে গেল।
* পরবর্তিতে মেনুবার থেকে ‘সিলেক্ট’ এ  ক্লিক করলে সেভকৃত সিলেকশনটি ড্রপডাউন মেনুর (১) লিস্ট নিচে দেখা যাবে।
* সেভ করা সিলেকশনটি এডিট করতে মেনুবার থেকে “সিলেক্ট”--‘এডিট সিলেকশন’ ক্লিক করে (২)’ দৃশ্যমান ডায়ালগ বক্স প্রয়োজনে এডিট অথবা ডিলিট করতে পারবেন।
ভিডিওতে আরো পরিস্কার ভাবে দেখে শেখার জন্য আমাদের ইউটিউব চ্যনেল দেখুন ও সাবসক্রাইব করুন।
বেসিক ইলাস্ট্রেটরের পরবর্তি ধাপ গুলো দেখার জন্য আমদের সাথেই থাকুন। ধন্যবাদ।

বেসিক ইলাস্ট্রেটর পার্ট -১ 



Wednesday, September 14, 2016

Basic illustrator part 2

বেসিক ইলাস্ট্রেটর পার্ট-২

Introducing Toolbox of Adobe Illustrator cs6

এডবি ইলাস্ট্রেটর সি এস ৬ এর টুলবক্স সম্পর্কে প্রাথমিক ধারণা

adobe illustrator tools introduction
adobe illustrator tools introduction

টুলবক্স হলো লম্বা আকৃতির বক্স যার মধ্যে বিভিন্ন আইকন প্রদর্শিত হয়। এই আইকনগুলোই  হলো টুল। এগুলোর কিছু আছে একক টুল আর কিছু আছে গ্রুপ টুল। গ্রুপ টুলগুলোর নিচে ডানকোনায় ত্রিভুজ চিহ্ন আছে। টুল গুলোর ওপর আপনার মাউসের কার্সর নিয়ে গেলেই সেগুলোর নাম প্রদর্শন করবে। আপনি যদি মাউসের লেফট বাটন দিয়ে এগুলোকে চেপে ধরে রাখেন তবে সাব মেনু দেখতে পাবেন। সেখান থেকে টুল সিলেক্ট করবেন।
১। সিলেকশন (Selection)- এই টুল দিয়ে অবজেক্ট সিলেক্ট এবং মুভ করানো যায় ।
২। পেন (Pen)- এই টুল দিয়ে সোজা এবং কার্ভ (আকা-বাঁকা) লাইন অংকন করা যায় ।
৩। টাইপ (Type)-  লেখালেখি ও টেক্সট এডিটের কাজে এই টুল ব্যবহৃত হয়।
৪। লাইন (Line) - এটি একটি গ্রুপ টুল। লাইন, আর্ক, স্পাইরাল ও গ্রিড জাতীয় লাইন ড্র করতে এই টুল ব্যবহার করা হয়।
৫।  রেকটেংগেল (Rectangle) - এটি একটি গ্রুপটুল। আয়তাকৃতি, বর্গাকৃতি, ডিম্বাকৃতি, বৃত্তাকৃতি,ত্রিভূজাকৃতি এবং বহুভূজাকৃতি বিভিন্ন সেপ আকতে এই টুল ব্যবহৃত হয়।
৬। পেইন্টব্রাশ (Paintbrush))- এইটুল দ্বারা ইচ্ছেমত ড্রইং করা যায়। এমনকি লাইন ও ছবি ড্র করে এতে কালার ও স্ট্রোক দিয়ে বা আর্টিস্টিক ব্রাশ স্টাইল ব্যবহার করে পেইন্ট করা যায়।
৭। পেন্সিল (Pencil)- এটি একটি গ্রুপটুল। এটি দ্বারা ইচ্ছেমত লাইন বা পাথ ড্র করা যায়। এমনকি ছবি ও প্রচ্ছদ তৈরির ক্ষেত্রে এই টুল ব্যবহৃত হয়।
৮। রোটেট (Rotate)- এটি একটি গ্রুপটুল। অবজেক্ট ঘুরাতে ও রিফ্লেক্ট করতে এইটুল ব্যবহার করা হয়।
৯। স্কেল (Scale)-  টুল দ্বারা অবজেক্টের সাইজ পরিবর্তন অথাৎ স্ক্যাল করা হয়।
১০। ফ্রি ট্রান্সফর্ম (Free transform)- এইটুল দ্বারা অবজেক্টর সাইজ পরিবর্তন, অবজেক্ট ঘুরানো ও স্থানান্তর করা যায়।
১১। মেশ টুল (Mesh)- এইটুল ব্যবহার করে একাধিক কালার বিশিষ্ট অবজেক্ট তৈরি করা যায় ও একই অবজেক্টে একাধিক কালার ব্যবহার করা যায়।
১২। গ্রাডিয়েন্ট (Gradient)- এই টুল ব্যবহার করে একাধিক কালার বিশিষ্ট অবজেক্ট বা সেপ এ এক বা একাধিক কালারের সংমিশ্রন ঘটিয়ে  ফিল বা ভরাট করা যায়।
১৩। আইড্রপার (Eyedropper)- এটি একটি গ্রুপ টুল। এটি দিয়ে করে অবজেক্টে নির্দিষ্ট কালার ব্যবহার করা হয় । এটি দিয়ে মাপজোখের কাজও করা যায়।
১৪। সেপ বিল্ডার টুল (Shape builder) - ওভারল্যাপিং পাথসমূহ ব্যবহার করে আর্টওয়ার্কের যে কোন এরিয়াতে কালার প্রয়োগ করার মাধ্যমে নতুন সেপ তৈরি করে। এটি অত্যন্ত সুনিপুনভাবে আর্টওয়ার্ককে কালার করতে সক্ষম এবংসয়ংক্রিয়ভাবে কালার গ্রুপকে সনাক্ত করে পূরন করতে পারে।
১৫। লাইভ সিলেকশন পেইন্ট (Live selection tool)- এটি লাইভ বাকেট টুলের সাব টুল। আর্টওয়ার্কের যে কোন এরিয়াতে লাইভ পয়েন্ট ফিচার প্রয়োগ করতে এটি ব্যবহার করা যায়।
১৬। ইরেজার (Eraser)- এটি একটি গ্রুপ টুল। এটি দিয়ে অবজেক্ট বিভক্ত করা যায়।
১৭। হ্যান্ড টুল (Hand tool))- এটি দিয়ে আর্টবোর্ড উইন্ডোকে স্থানান্তর করা যায়।
১৮। জুম (Zoom)- এটি দিয়ে পেজ বা ইমেজের আকৃতি ছোট বড় করে দেখা যায়।
১৯) টুগল ফিল (Toggle fill)- এই টুল দ্বারা সিলেক্টেড অবজেক্টকে কালার দিয়ে ফিল বা ভরাট করা যায়।
২০। টুগল স্ট্রোক (Toggle stroke)
- এই টুল দ্বারা সিলেক্টেড অবজেক্ট স্ট্রোক প্রদান করা যায়। অর্থাৎ বর্ডার মোটা করা যায়।

আরো পরিষ্কার ভাবে ও আরো বিশদ ভাবে এই টুল গুলোর ব্যবহার শিখতে আমার ইউটিউব চ্যানেল দেখুন। পরবর্তি টিউটোরিয়ালের জন্য আমাদের সাথে থাকুন ও সাবসক্রাইব করুন এখানে

বেসিক ইলাস্ট্রেটর পার্ট-১
বেসিক ইলাস্ট্রেটর পার্ট-৩
বেসিক ইলাস্ট্রেটর পার্ট-৪


Saturday, September 10, 2016

Basic illustrator part 1

বেসিক ইলাস্ট্রেটর পার্ট ১

আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বেশ কয়েকটি ধাপে বেসিক ইলাস্ট্রেসন (এডবি ইলাস্ট্রেটর সি এস ৬) শেখাব।পরবর্তীতে আমি এক্সপার্ট লেভেল নিয়ে লিখব।  পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন।এই পোস্ট গুলোর ভিডিও দেখুর এই লিংকে আশা করি আপনারা উপকৃত হবেন।

Image of basic illustration
Illustration of a design 

ইলাস্ট্রেটর কি?

ইলাস্ট্রেটর হলো এমন একটি গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ প্রোগ্রাম। যার দ্বারা বিভিন্ন ধরণের ভেক্টর গ্রাফিক্স বা ইমেজ ডিজাইন করা যায়। উদাহরণ হিসেবে- বইয়ের প্রচ্ছদ ডিজাইন থেকে শুরু করে প্রকাশনা শিল্পের নানান কাজ, পত্র-পত্রিকা, লিফলেট, পোস্টার, বিজ্ঞাপন, লোগো তৈরি, ভিজিটিং ও বিয়ের কার্ডের চমৎকার ডিজাইন তৈরিতে ইলাস্ট্রেটর হরহামেশাই ব্যাবহার করা হচ্ছে।

গ্রাফিক্স এর প্রকারভেদ

  •  বিটম্যাপ গ্রাফিক্স
  •  ভেক্টর গ্রাফিক্স

Example of Bitmap graphics and vector graphics
Bitmap and vector graphics

বিটম্যাপ গ্রাফিক্স

বিটম্যাপ গ্রাফিক্স এর আরেক নাম রাসটার গ্রাফিক্স। ফটোগ্রাফ  হল  বিটম্যাপ গ্রাফিক্স এর উদাহরণ। বিটম্যাপ গ্রাফিক্স এর সুবিধাগুলো হল এর দ্বারা সহজে ফটো সদৃশ বাস্তবধর্মী ড্রয়িং তৈরি করা যায়। ইমেজকে উচ্চমাত্রার রেজুলেশনে দেখা যায়। অনেক রকম ফাইল ফরম্যাট সাপোর্ট করে। অপরদিকে এর রেজুলেশন সীমাবদ্ধটা রয়েছে। এতি তুলনামূলক কম নিখুঁত হয়। সাইজ বড় হলে প্রক্রিয়াজাত হতে সময় লাগে।

ভেক্টর গ্রাফিক্স

ভেক্টর গ্রাফিক্স বলতে ড্রয়িং কে বুঝায়। ভেক্টর গ্রাফিক্সের সবচে সাধারন রকম হল বৃত্ত, আয়তক্ষেত্র বা এ জাতীয় কোন কিছু। ভেক্টর গ্রাফিক্সের সুবিধাগুলো হোল রেজুলেশন অপরিবর্তিত রেখে কাটা যায়।এর লাইনগুলো যে কোন সাইজে সুন্দর ও তীক্ষ্ণ থাকে। উচ্চমানের রেজুলেশন প্রিন্ট করা যায়। ফাইল সাইজ ছোট হয়।
ইলাস্ট্রেসনে কিছু ব্যাবহার-

  • লোগো ডিজাইন করা;
  • ইলাস্ট্রেসন ড্রয়িং করা;
  • প্যাকেজ ডিজাইন করা;
  • ইনফোগ্রফিক্স;
  • ফটোরিয়েলসটীক করা;
  • ম্যাপ ড্রয়িং করা;
আরও অনেক ব্যাবহার দেখার জন্য সাবস্কাইব করুন এখানে
পরবর্তী ধাপ গুলোর জন্য আমাদের সঙ্গে থাকুন।

বেসিক ইলাস্ট্রেটর পার্ট-২
বেসিক ইলাস্ট্রেটর পার্ট-৩
বেসিক ইলাস্ট্রেটর পার্ট-৪




Thursday, September 8, 2016

Design Tech

Design Technics

ডিজাইন টেক:

 একটি প্রয়োজনীয় ব্লগ যেখানে আপনি বিভিন্ন ধরনের গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে  বাংলায় টিউটোরিয়াল, বিভিন্ন পরামর্শ ও প্রয়োজনীয় লিংক পাবেন। এছাড়াও আমাদের লিংক থেকে আপনি ভিডিও দেখেও এডবি ফটোশপ, এডবি ইলাস্ট্রেটর, কোরেল ড্র, এডবি ইন ডিজাইন, এডবি ফ্লাশ, এস ই ও, ওয়েব ডিজাইন সহ অনেক বিষয় সম্পর্কে বাস্তব ধারনা পাবেন।আপনি আর জানতে পারেন আমাদের ফেসবুক থেকে। এতে আশা করি আপনি উপকৃত হবেন।
বেসিক ইলাস্ট্রেটর পার্ট-১
বেসিক ইলাস্ট্রেটর পার্ট-২
বেসিক ইলাস্ট্রেটর পার্ট-৩
বেসিক ইলাস্ট্রেটর পার্ট-৪