Wednesday, September 14, 2016

Basic illustrator part 2

বেসিক ইলাস্ট্রেটর পার্ট-২

Introducing Toolbox of Adobe Illustrator cs6

এডবি ইলাস্ট্রেটর সি এস ৬ এর টুলবক্স সম্পর্কে প্রাথমিক ধারণা

adobe illustrator tools introduction
adobe illustrator tools introduction

টুলবক্স হলো লম্বা আকৃতির বক্স যার মধ্যে বিভিন্ন আইকন প্রদর্শিত হয়। এই আইকনগুলোই  হলো টুল। এগুলোর কিছু আছে একক টুল আর কিছু আছে গ্রুপ টুল। গ্রুপ টুলগুলোর নিচে ডানকোনায় ত্রিভুজ চিহ্ন আছে। টুল গুলোর ওপর আপনার মাউসের কার্সর নিয়ে গেলেই সেগুলোর নাম প্রদর্শন করবে। আপনি যদি মাউসের লেফট বাটন দিয়ে এগুলোকে চেপে ধরে রাখেন তবে সাব মেনু দেখতে পাবেন। সেখান থেকে টুল সিলেক্ট করবেন।
১। সিলেকশন (Selection)- এই টুল দিয়ে অবজেক্ট সিলেক্ট এবং মুভ করানো যায় ।
২। পেন (Pen)- এই টুল দিয়ে সোজা এবং কার্ভ (আকা-বাঁকা) লাইন অংকন করা যায় ।
৩। টাইপ (Type)-  লেখালেখি ও টেক্সট এডিটের কাজে এই টুল ব্যবহৃত হয়।
৪। লাইন (Line) - এটি একটি গ্রুপ টুল। লাইন, আর্ক, স্পাইরাল ও গ্রিড জাতীয় লাইন ড্র করতে এই টুল ব্যবহার করা হয়।
৫।  রেকটেংগেল (Rectangle) - এটি একটি গ্রুপটুল। আয়তাকৃতি, বর্গাকৃতি, ডিম্বাকৃতি, বৃত্তাকৃতি,ত্রিভূজাকৃতি এবং বহুভূজাকৃতি বিভিন্ন সেপ আকতে এই টুল ব্যবহৃত হয়।
৬। পেইন্টব্রাশ (Paintbrush))- এইটুল দ্বারা ইচ্ছেমত ড্রইং করা যায়। এমনকি লাইন ও ছবি ড্র করে এতে কালার ও স্ট্রোক দিয়ে বা আর্টিস্টিক ব্রাশ স্টাইল ব্যবহার করে পেইন্ট করা যায়।
৭। পেন্সিল (Pencil)- এটি একটি গ্রুপটুল। এটি দ্বারা ইচ্ছেমত লাইন বা পাথ ড্র করা যায়। এমনকি ছবি ও প্রচ্ছদ তৈরির ক্ষেত্রে এই টুল ব্যবহৃত হয়।
৮। রোটেট (Rotate)- এটি একটি গ্রুপটুল। অবজেক্ট ঘুরাতে ও রিফ্লেক্ট করতে এইটুল ব্যবহার করা হয়।
৯। স্কেল (Scale)-  টুল দ্বারা অবজেক্টের সাইজ পরিবর্তন অথাৎ স্ক্যাল করা হয়।
১০। ফ্রি ট্রান্সফর্ম (Free transform)- এইটুল দ্বারা অবজেক্টর সাইজ পরিবর্তন, অবজেক্ট ঘুরানো ও স্থানান্তর করা যায়।
১১। মেশ টুল (Mesh)- এইটুল ব্যবহার করে একাধিক কালার বিশিষ্ট অবজেক্ট তৈরি করা যায় ও একই অবজেক্টে একাধিক কালার ব্যবহার করা যায়।
১২। গ্রাডিয়েন্ট (Gradient)- এই টুল ব্যবহার করে একাধিক কালার বিশিষ্ট অবজেক্ট বা সেপ এ এক বা একাধিক কালারের সংমিশ্রন ঘটিয়ে  ফিল বা ভরাট করা যায়।
১৩। আইড্রপার (Eyedropper)- এটি একটি গ্রুপ টুল। এটি দিয়ে করে অবজেক্টে নির্দিষ্ট কালার ব্যবহার করা হয় । এটি দিয়ে মাপজোখের কাজও করা যায়।
১৪। সেপ বিল্ডার টুল (Shape builder) - ওভারল্যাপিং পাথসমূহ ব্যবহার করে আর্টওয়ার্কের যে কোন এরিয়াতে কালার প্রয়োগ করার মাধ্যমে নতুন সেপ তৈরি করে। এটি অত্যন্ত সুনিপুনভাবে আর্টওয়ার্ককে কালার করতে সক্ষম এবংসয়ংক্রিয়ভাবে কালার গ্রুপকে সনাক্ত করে পূরন করতে পারে।
১৫। লাইভ সিলেকশন পেইন্ট (Live selection tool)- এটি লাইভ বাকেট টুলের সাব টুল। আর্টওয়ার্কের যে কোন এরিয়াতে লাইভ পয়েন্ট ফিচার প্রয়োগ করতে এটি ব্যবহার করা যায়।
১৬। ইরেজার (Eraser)- এটি একটি গ্রুপ টুল। এটি দিয়ে অবজেক্ট বিভক্ত করা যায়।
১৭। হ্যান্ড টুল (Hand tool))- এটি দিয়ে আর্টবোর্ড উইন্ডোকে স্থানান্তর করা যায়।
১৮। জুম (Zoom)- এটি দিয়ে পেজ বা ইমেজের আকৃতি ছোট বড় করে দেখা যায়।
১৯) টুগল ফিল (Toggle fill)- এই টুল দ্বারা সিলেক্টেড অবজেক্টকে কালার দিয়ে ফিল বা ভরাট করা যায়।
২০। টুগল স্ট্রোক (Toggle stroke)
- এই টুল দ্বারা সিলেক্টেড অবজেক্ট স্ট্রোক প্রদান করা যায়। অর্থাৎ বর্ডার মোটা করা যায়।

আরো পরিষ্কার ভাবে ও আরো বিশদ ভাবে এই টুল গুলোর ব্যবহার শিখতে আমার ইউটিউব চ্যানেল দেখুন। পরবর্তি টিউটোরিয়ালের জন্য আমাদের সাথে থাকুন ও সাবসক্রাইব করুন এখানে

বেসিক ইলাস্ট্রেটর পার্ট-১
বেসিক ইলাস্ট্রেটর পার্ট-৩
বেসিক ইলাস্ট্রেটর পার্ট-৪


No comments:

Post a Comment