Saturday, September 10, 2016

Basic illustrator part 1

বেসিক ইলাস্ট্রেটর পার্ট ১

আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বেশ কয়েকটি ধাপে বেসিক ইলাস্ট্রেসন (এডবি ইলাস্ট্রেটর সি এস ৬) শেখাব।পরবর্তীতে আমি এক্সপার্ট লেভেল নিয়ে লিখব।  পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন।এই পোস্ট গুলোর ভিডিও দেখুর এই লিংকে আশা করি আপনারা উপকৃত হবেন।

Image of basic illustration
Illustration of a design 

ইলাস্ট্রেটর কি?

ইলাস্ট্রেটর হলো এমন একটি গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ প্রোগ্রাম। যার দ্বারা বিভিন্ন ধরণের ভেক্টর গ্রাফিক্স বা ইমেজ ডিজাইন করা যায়। উদাহরণ হিসেবে- বইয়ের প্রচ্ছদ ডিজাইন থেকে শুরু করে প্রকাশনা শিল্পের নানান কাজ, পত্র-পত্রিকা, লিফলেট, পোস্টার, বিজ্ঞাপন, লোগো তৈরি, ভিজিটিং ও বিয়ের কার্ডের চমৎকার ডিজাইন তৈরিতে ইলাস্ট্রেটর হরহামেশাই ব্যাবহার করা হচ্ছে।

গ্রাফিক্স এর প্রকারভেদ

  •  বিটম্যাপ গ্রাফিক্স
  •  ভেক্টর গ্রাফিক্স

Example of Bitmap graphics and vector graphics
Bitmap and vector graphics

বিটম্যাপ গ্রাফিক্স

বিটম্যাপ গ্রাফিক্স এর আরেক নাম রাসটার গ্রাফিক্স। ফটোগ্রাফ  হল  বিটম্যাপ গ্রাফিক্স এর উদাহরণ। বিটম্যাপ গ্রাফিক্স এর সুবিধাগুলো হল এর দ্বারা সহজে ফটো সদৃশ বাস্তবধর্মী ড্রয়িং তৈরি করা যায়। ইমেজকে উচ্চমাত্রার রেজুলেশনে দেখা যায়। অনেক রকম ফাইল ফরম্যাট সাপোর্ট করে। অপরদিকে এর রেজুলেশন সীমাবদ্ধটা রয়েছে। এতি তুলনামূলক কম নিখুঁত হয়। সাইজ বড় হলে প্রক্রিয়াজাত হতে সময় লাগে।

ভেক্টর গ্রাফিক্স

ভেক্টর গ্রাফিক্স বলতে ড্রয়িং কে বুঝায়। ভেক্টর গ্রাফিক্সের সবচে সাধারন রকম হল বৃত্ত, আয়তক্ষেত্র বা এ জাতীয় কোন কিছু। ভেক্টর গ্রাফিক্সের সুবিধাগুলো হোল রেজুলেশন অপরিবর্তিত রেখে কাটা যায়।এর লাইনগুলো যে কোন সাইজে সুন্দর ও তীক্ষ্ণ থাকে। উচ্চমানের রেজুলেশন প্রিন্ট করা যায়। ফাইল সাইজ ছোট হয়।
ইলাস্ট্রেসনে কিছু ব্যাবহার-

  • লোগো ডিজাইন করা;
  • ইলাস্ট্রেসন ড্রয়িং করা;
  • প্যাকেজ ডিজাইন করা;
  • ইনফোগ্রফিক্স;
  • ফটোরিয়েলসটীক করা;
  • ম্যাপ ড্রয়িং করা;
আরও অনেক ব্যাবহার দেখার জন্য সাবস্কাইব করুন এখানে
পরবর্তী ধাপ গুলোর জন্য আমাদের সঙ্গে থাকুন।

বেসিক ইলাস্ট্রেটর পার্ট-২
বেসিক ইলাস্ট্রেটর পার্ট-৩
বেসিক ইলাস্ট্রেটর পার্ট-৪




No comments:

Post a Comment